সাফল্য

  •   চেষ্টা সফলতার ৪র্থ বর্ষে :-
  • বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিশু কিশোরদের টিকে থাকার জন্য প্রয়োজন যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হওয়া। পরিপূর্ণ শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সোনালী ভবিষ্যত গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদানের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “ভাদুরিয়া মডেল স্কুল”।
  • শিক্ষা জগতে তরুণদের জয় করার মতো সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আন্তর্জাতিক মানে সৃজনশীল মেধা বিকাশের সকল কার্যক্রম আয়োজন করেছে আমাদের স্কুল।
  • একটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে সুনির্দিষ্ট কার্যক্রম, যুগোপযোগী পাঠ পরিকল্পনা, সফল হওয়ার জন্য বিজ্ঞানভিত্তিক নিয়ম-কানুন, যোগ্য শিক্ষকমণ্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে গঠিত একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমরা বিনয়ের সাথে দাবি করছি “ভাদুরিয়া মডেল স্কুলে” এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে  কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক কর্মসূচি, বিতর্ক প্রতিযোগিতা, English Spoken ও খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা। সচেতন ও আত্মবিশ্বাসী জাতি গঠনের অঙ্গীকার নিয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানের মডেল হিসেবে গড়ে তোলা এবং এর সুনাম রক্ষাকল্পে কর্তৃপক্ষসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ সর্বদা দায়িত্ব সচেতন ও সংকল্পবদ্ধ। যে কোন শিক্ষার্থীর জন্য এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
  • শিক্ষার পরিবেশ:
  • শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষার উপযুক্ত পরিবেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার্থীদের পড়ালেখার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের রয়েছে কোলাহলমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ ও সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। এছাড়াও রয়েছে প্রতি শাখায় সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থীদের আসন বিন্যাস। ফলে নিরিবিলি ও কোলাহলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পাঠগ্রহণের সুবিধা পায়।
  • ডায়েরির ব্যবহার:
  • শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীকে স্কুল ডায়েরি প্রদান করা হয়। ডায়েরিতে শিক্ষার্থী প্রতিদিনের নির্ধারিত পাঠ লিপিবদ্ধ করবে এবং শিক্ষকের নিকট থেকে উপস্থিতির স্বাক্ষর দিতে শিক্ষকগণও শিক্ষার্থীদের পড়ালেখার উন্নতি-অবনতি বিষয়ে ডায়েরিতে প্রয়োজনীয় মতামত দিয়ে থাকেন। বাড়িতে অভিভাবক প্রতিদিন ডায়েরি দেখে স্বাক্ষর করবেন। ফলে অভিভাবক শিক্ষার্থীর Class Performance সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন।
  • শ্রেণি কার্যক্রম:
  • ভাদুরিয়া মডেল স্কুল শ্রেণি কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব প্রদান করে। এ লক্ষ্যে শিক্ষাবর্ষের শুরুতে প্রদেয় একাডেমিক ক্যালেন্ডার যথাযথ অনুসরণ করা হয়। কোর্সের পরিধি ও শিক্ষার্থীদের ধারণ ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি ক্লাসের সময়সীমা নির্ধারণ করা হয়। ক্লাসের শতকরা ১০০ ভাগ পড়া শিখিয়ে দেয়া হয়। শিক্ষকগণ প্রতিটি বিষয়ই শিক্ষার্থীদের উপযোগী করে ক্লাসে বুঝিয়ে দেন। এরপরও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের Back Up ক্লাসের মাধ্যমে অগ্রসর করার ব্যবস্থা করা হয়।
  • ব্যবহারিক ক্লাস:
  • শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেয়ার জন্য  ভাদুরিয়া মডেল স্কুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান শাখার- পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীব বিজ্ঞান বিষয়ে নিয়মিত ব্যবহারিক ক্লাস দেয়া হয়।
  •  পরীক্ষা পদ্ধতি:
  • শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের জন্য অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষা গ্রহণ করা হয়। প্রতিটি পরীক্ষাই অত্যন্ত কঠোর শৃঙ্খলায় অনুষ্ঠিত হয়। পরীক্ষাসমূহ :
  • Class Test, Weekly Test, Monthly Test, Model Test, Half yearly & Annual Exam.
  • বিগত ৩ (তিন) বছরের পাবলিক পরীক্ষার ফলাফলঃ-

পরীক্ষা 

পি এস সি

জে এস সি

এস এস সি

এইচ এস সি

বছর

মোট ছাত্র-ছাত্রী

মোট পাশ

জি পি

পাশ %

মোট ছাত্র-ছাত্রী

মোট পাশ

জি পি

পাশ %

মোট ছাত্র-ছাত্রী

মোট পাশ

জি পি

পাশ %

মোট ছাত্র-ছাত্রী

মোট পাশ

জি পি

পাশ %

২০১৯

 

০৬

০৬

০২

১০০%

 

০০

 

২০২০

 

 

২০২১

 

২১

২১

১১

১০০%

২০২২

২৮

২৮

১৮

১০০%

২০২৩

১৮

১৮

১২

১০০%

২০২৪