বিশেষ নির্দেশনা

      উপস্থিতি, অনুপস্থিতি, জরিমানা এবং পুনঃভর্তি সংক্রান্ত ফিস :

  • ভালো ফলাফলের জন্য বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি অত্যাবশ্যক। একদিন কিংবা দুইদিন অনুপস্থিতির জন্য যথাযথা কারণ দর্শানো পূর্র্বক প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। অসুস্থতার জন্য তিনদিন কিংবা ততোধিক দিবস অনুপস্থিত থাকার প্রয়োজন হলে অবশ্যই বিদ্যালয়কে এ বিষয়ে অবহিত করতে হবে এবং অনুপস্থিতির জন্য দরখাস্তের সাথে ডাক্তারী সার্টিফিকেট জমা দিতে হবে।
  • কোন যোগাযোগ ছাড়া ১৫(পনের) দিনের বেশি বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে হাজিরা খাতা থেকে শিক্ষার্থীর নাম কাটা যাবে। পুনরায় নাম তোলার জন্য উপযুক্ত কারণ দর্শানোসহ পুর্বের বকেয়া (যদি থাকে) এবং পূন:ভর্তি বাবদ ৫০০/- (পাচঁ শত) টাকা ফি‘র রশিদ আবেদন পত্রের সাথে প্রধান শিক্ষক বরাবর পেশ করতে হবে।
  • বিদ্যালয় ছুটির পুর্বে শিক্ষার্থী যদি বিশেষ কারণে বিদ্যালয় ত্যাগ করা প্রয়োজন হয় সে ক্ষেত্রে অভিভাবকের লিখিত আবেদনের প্রেক্ষিতে কিংবা শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে শ্রেণি শিক্ষকের সুপারিশ এর প্রেক্ষিতে প্রধান শিক্ষক ছুটি মন্জুর করতে পারেন।
  • শিক্ষার্থীর পড়াশুনার বরাবর অনগ্রসরতা কিংবা বিদ্যালয় পরিপন্থি অসদাচরণের জন্য বিদ্যালয় কতৃপক্ষ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিস্কার করতে পারেন।
  • পরীক্ষা চলাকালীন সময়ে পারিবারিক কোন প্রকার অনুষ্ঠানে শিক্ষার্থীর অংশগ্রহণের জন্য ছুটির আবেদন বিদ্যালয় মন্জুর করবে না।
  • কোন কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকতে হলে অগ্রিম ছুটি নেয়া আবশ্যক।
  • ছেলেদের- কালো প্যান্ট, বিস্কুট কালার শার্ট ও সাদা সুজ এবং
  • মেয়েদের- ছোটদের বিস্কুট কালার শার্ট, বড়দের কালো বোরকা, বিস্কুট কালার স্ক্যাপ ও  সাদা সুজ ।
  • নির্ধারিত পোশাক-পরিচ্ছদ ব্যতিত এখানে ক্লাস করতে দেওয়া হয় না।
  • সকল পরীক্ষাসমূহে অংশগ্রহণ বাধ্যতামূলক।
  • রাজনৈতিক কার্মকান্ড ও ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
  • অভিভাবক সমাবেশে অভিভাবক উপস্থিতি বাঞ্চনীয়।
  • বিদ্যালয়ের নিয়ম কানুন-শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষার্থীকে বিচারের সম্মুখীন হতে হবে এবং অপরাধী  সাব্যস্ত  হলে বিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক শাস্তি মেনে নিতে হবে।