বেতন পরিশোধের নিয়ম

  • বেতন পরিশোধের নিয়মাবলি:

    ক) ছাত্র-ছাত্রীদের মাসিক বেতন চলতি ইংরেজি মাসের ১০(দশ) তারিখের মধ্যেই পরিশোধ করতে হবে।

    খ) নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধ করতে ব্যর্থ হলে ৫০(পঞ্চাশ) টাকা জরিমানাসহ উক্ত মাসের ৩০ (ত্রিশ) তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। কোনক্রমেই বেতন বকেয়া রাখা যাবে না।

    গ) পরপর দুমাস বেতন না দিলে সংশিষ্ট ছাত্র-ছাত্রীর নাম হিসাব বিভাগ কতৃক কর্তন করা হবে। পরবর্তীতে তৃতীয় মাসে পুন:ভর্তি ফি ( একমাসের টিউশন ফি -এর ৫০% সমপরিমাণ) দিয়ে পুনরায় ভর্তি হতে হবে।

    ঘ) আবাসিকের বেতন চলতি মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

    ঙ) বেতন প্রদানের তারিখঃ

    ১) প্রতি মাসের  ০১ - ১০ তারিখ (বিলম্ব ফি ছাড়া)

    ২) ৫০/- বিলম্ব ফিসহ: প্রতি মাসের ১১ - ৩০ তারিখ।

    ৩) প্রাথমিক শাখাঃ সাময়িক/ পর্ব শেষ ইত্যাদি সারা বছরে তিনটি পরীক্ষার ফি এপ্রিল, জুলাই ও নভেম্বর মাসের বেতনের সাথে প্রদান করতে হবে।

    ৪) মাধ্যমিক শাখা : অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার ফি জুন ও নভেম্বর মাসের বেতনের সাথে প্রদান করতে হবে।

    ৫) কলেজ শাখা : একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার ফি নভেম্বর ও মার্চ মাসের এবং দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষার ফি জুলাই ও অক্টোবর মাসের বেতনের সাথে প্রদান করতে হবে।

    চ) বাৎসরিক ফি ( সেশন ফি, উন্নয়ন ফি, ক্রিড়া ফি, লাইব্রেরি ফি)।

    প্রতি বছরের জানুয়ারী মাসের বেতনের সাথে দিতে হবে।

    কলেজ শাখা : প্রতি বছরের জুলাই মাসের বেতনের সাথে দিতে হবে।

    ছ) ফি আদোয়ের সময় :

    শনিবার হতে বৃহস্পতিবার : সকাল ০৮.০০ টা হতে বিকাল ০৪.০০ টা পর্যন্ত।