ভর্তি প্রক্রিয়া :
নতুন শিক্ষাবর্ষে অত্র বিদ্যালয়ে প্রাক প্রাথমিক হতে নবম শ্রেণিতে ভর্তি করা হবে। প্রতি বছর নভেম্বর মাসে ভর্তি কার্যক্রম শুরু হয়ে থাকে। বিদ্যালয়ের নির্ধারিত ফরমে অথবা অনলাইনে আমাদের ওয়েবসাইটে আবেদন করতে হয়। আমাদের ওয়েবসাইট : WWW. bhaduriamodelschool.com
আবেদনপত্র জমা দেয়ার সময় যেসব কাগজপত্র দিতে হবে :
১. অনলাইনে / অফলাইনে পূরণকৃত ফরম (২ কপি) সাথে দুই কপি ছবি ।
২. পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্রের ফটোকপি।
৩. পূর্ববর্তী পরীক্ষার মার্কশীটের ফটোকপি ।
৪. শিক্ষার্থীর বাবা, মা / অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
৫. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ।
ভর্তির সময় প্রয়াজনীয় কাগজপত্রঃ
১. পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্রের মুল কপি।
২. পূর্ববর্তী পরীক্ষার মার্কশীটের মুলকপি ।
৩. শিক্ষার্থীর বাবা, মা / অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।
৪. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ।
প্লে গ্রপ হতে একাদশশ্রেণি পর্যন্ত ভর্তির তারিখঃ
**৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. হতে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।
আসন সংখ্যা:
|
প্লে গ্রপ |
নার্সারী |
প্রথম |
দ্বিতীয় |
তৃতীয় |
চতুর্থ |
পঞ্চম |
ষষ্ঠ |
সপ্তম |
অষ্টম |
নবম |
দশম |
একাদশ- দ্বাদশ শ্রেণি |
|
২০ |
২০ |
২৫ |
২৫ |
৩০ |
৩০ |
৩০ |
৩৫ |
৩৫ |
৩৫ |
৩৫ |
৩৫ |
৪০ |