নিয়ম-শৃঙ্খলা বিধি

নিয়ম-শৃঙ্খলা বিধি:

  • শিক্ষার চূড়ান্ত উদ্দেশ্য হলো সুশৃংখলভাবে ও সুপরিকল্পিত উপায়ে মানুষের বুদ্ধি- বৃত্তিক, মানসিক,ও আত্মিক বিকাশ ঘটানো। সুতরাং মানুষের দৈহিক, মানসিক ও আত্মিক প্রতিভার যথার্থ স্ফুরণ ঘটানোর জন্য সার্বিক শৃঙ্খলা হচেছ একটি অত্যাবশ্যকীয় পূর্বশর্ত । যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা জাতি নিয়ম-শৃঙ্খলার প্রতি যত বেশি নিষ্ঠাবান সে ব্যক্তি, প্রতিষ্ঠান জাতি তত বেশি উন্নত। বিদ্যালয় - এর লক্ষ্য হচ্ছে জাতিকে প্রতিনিয়ত শিক্ষিত, সুশৃংখল, দক্ষ, সৎ, ও নিষ্ঠাবান জনশক্তি উপহার দেয়া। এ ক্ষ্যৈ বাস্তবায়নের উদ্দেশ্যে কলেজের প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নিম্নলিখিত নিয়ম- শৃংখল, বিধি-বিধান নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
  • পোশাক ও ব্যাজ: প্রতিদিন ছাত্র-ছাত্রীকে নেইম ব্যাজ ও বিদ্যালয় কর্তৃক নির্ধারিত পোশাক পরিধান করে আসতে হবে ।

পোশাক

গ্রীষ্মকালীন

শীতকালীন

খেলাধুলার পোশাক

বালক

বিস্কুট কালার  শার্ট, কালো রঙ্গের ফুল প্যান্ট, সাদা কেডস  ও সাদা মোজা

বিস্কুট কালার  শার্ট, কালো রঙ্গের ফুল প্যান্ট, সাদা কেডস  ও সাদা মোজা নীল টাই, নেভী ব্ল রঙ্গের ফুলহাতা সোয়েটার,

সাদা শার্ট, সাদা প্যান্ট, পিটি সু ও সাদা মোজা

বালিকা

কামিজ, কালো বোরকা বড়দের, বিস্কুট কালার স্কার্ফ,  সাদা কেডস  ও সাদা মোজা।

কামিজ, কালো বোরকা বড়দের, বিস্কুট কালার স্কার্ফ,  সাদা কেডস  ও সাদা মোজা।

নীল কামিজ, সাদা সালোয়ার, পিটি সু ও সাদা মোজা

  • বিঃ দ্রঃ যে কোন কাজে বিদ্যালয়ে আসতে হলে অবশ্যই ছাত্র-ছাত্রীকে পোশাক পরিধান করে আসতে হবে ।
  • পরিচয় পত্রঃ প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় কর্তৃক পরিচয়পত্র প্রদান করা হয় । তাদের অবশ্যই পরিচয় পত্র সাথে রাখতে হবে । পরিচয় হারিয়ে গেলে ১০০ টাকা জরিমানা দিয়ে তিন দিনের মধ্যে ডুপ্লিকেট পরিচয় পত্র সংগ্রহ করতে হবে ।
  • অভিভাককের পরিচয় পত্রঃ ছাত্র-ছাত্রীদের অভিভাবককে বিভিন্ন সময়ে বিদ্যালয়ে কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎকারের জন্য পরিচয়পত্র দেয়া হয় । পরিচয়পত্র ছাড়া কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা হয় না । অভিভাবাকের পরিচয় পত্র হারিয়ে গেলে একই নিয়মে ডুপ্লিকেট পরিচয় পত্র সংগ্রহ করতে হবে ।
  • অভিভাবকের সাক্ষাৎকারঃ ক্লাশ চলাকালীন সময়ে কোন অভিভাবক ছাত্র-ছাত্রীদের সাথে দেখা করতে পারবে না ।
  • ক্লাসে উপস্থিতি: ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিতি অনুপস্থিত প্রতি বিষয়ে ন্যুনতম ৮০% আবশ্যক । বিনা অনুমতিতে কোন ছাত্র-ছাত্রী কøাসে অনুপস্থিত থাকতে পারবে না । বিনা অনুমতিতে অনুপস্তিতির জন্য দৈনিক ৫০ টাকা হারে জরিমানা দিতে হবে । কোন ছাত্র-ছাত্রী অসুস্থ হলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানাতে হবে । অন্যাথায় বিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • ছুটিঃ বিশেষ বিবেচ্য কারণে প্রকৃত অভিভাবকের আবেদনক্রমে শিক্ষর্থীকে ছুটি মঞ্জুর করা যেতে পারে । তবে পরীক্ষার ক্ষেত্রে তা গ্রগণযোগ্য হবে না
  • শৃংখলা ও আচার-আচারণঃ একজন আদর্শ শিক্ষার্থীর পরিচয় কেবল তার উত্তম ফলাফলেই নয়, সামগ্রিক আচার-আচারণ ও নিয়ম শৃংখলা মেনে চলার উপরও নির্ভর করে । তাই ছাত্র-ছাত্রীদের নিন্মোক্ত শৃংখলা ও আচার-আচরণ মেনে চলা বাধ্যতামূলক।
  • বিদ্যালয়ে প্রত্যেক ছাত্র-ছাত্রী তাদের জুনিয়ার/সিনিয়র ছাত্র-ছাত্রীদেরকে আপন ভাই-বোনের মত মনে করবে ।
  • ধূমপান ও রাজনৈতিক কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ ও গুরুতর শাস্তিযোগ্য অপরাধ ।
  • বিদ্যালয়ের যাবতীয় সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণে সার্কিক সহযোগিতা করবে । কোন ক্রমেই বিদ্যালয়ের সম্পদ বিনষ্ট বা ক্ষয় -ক্ষতি করা যাবে না।
  • শ্রেণীকক্ষের দেয়াল, মেঝে, বেঞ্চ, চেয়ার, টেবিল এবং বারান্দা ও ক্যাম্পাস কোনরুপে অপরিচ্ছন্ন করা যাবেনা।
  • বিদ্যালয়ে অথবা রাস্তায় কাউকে উত্তেজিত, হয়রানি করা কিংবা ঝগড়া - বিপদ করা অথরা কোথাও সামাজিক পরিবেশ নষ্ট করা যাবেনা । বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করা যাবেনা ।
  • বিদ্যালয় প্রদত্ত পোশাক পরিধান করে আসতে হবে ।
  • বিদ্যালয়ে পালানো নিষিদ্ধ