প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এর বাণী

মানুষ তার প্রজন্মক্রমিক অর্জিত অভিজ্ঞতাকে যাচাই-বাচাই, বিচার-বিশ্লেষণ করে জ্ঞানরুপে সংরক্ষণ করে। আর পূর্ব প্রজন্মের লব্ধজ্ঞানকে আহরণ করার পদ্ধতি হচ্ছে শিক্ষা। জ্ঞানর্জন শিক্ষার একটি প্রধান ও মৌলিক লক্ষ্য হলেও আধুনিক কালে শিক্ষা ব্যবস্থার আরও একটি মহৎ লক্ষ্য আছে তা হলো বিকাশ। ব্যক্তির সৃজনশীলতা ও মননশীলতার সামগ্রীক বিকাশ। জ্ঞান গুরু-শিষ্য পরস্পরায় লাভ করা সম্ভব হলেও, ব্যক্তিত্বের নানামুখী বিকাশের জন্য চাই অনুকুল পরিবেশ তথা উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান।

আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার নানামুখী অবক্ষয়ের ফলে অনেকের মধ্যেই এমন ধারণা বদ্ধমুল হয়েছে যে, সার্টিফিকেট অর্জনই শিক্ষা লাভের সমার্থক। আর শিক্ষা প্রতিষ্ঠান হলো সার্টিফিকেট অর্জনের নিমিত্ত মাত্র। গতানুগতিক এ ভাবনার বাইরে দেশের ভবিষ্যৎ নাগরিকদের সুনাগরিক, নেতৃত্বের গুণসম্পন্ন, আলোকিত ও সত্যিকার অর্থে  শিক্ষিত করে গড়ে তোলার প্রয়োজনে তাদের বৈচিত্রময় বিকাশের কেন্দ্র হিসেবেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে গণ্য করি।

“ভাদুরিয়া মডেল স্কুল” চেষ্টা করছে উদার ও বিজ্ঞানভিত্তিক, ব্যক্তিত্ব বিকাশের সহায়ক সুশৃঙ্খল, ফলপ্রসু এবং বাস্তবমুখী শিক্ষা আয়োজনের। নাম ও বিজ্ঞাপনসর্বস্ব নানামুখী প্রলোভন দেখিয়ে অসম্পুর্ণ শিক্ষাদান করে যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ক্ষতিগ্রস্থ করে। তাই আপনার সন্তানকে ভর্তি করানোর পূর্বে একবার আমাদের কাছে আসুন, দেখুন ও যাচাই করুন তারপর সিদ্ধান্ত নিন। এ ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা শিক্ষা ও সৃজনশীলতায় উৎকর্ষতা সর্বদা।

  • প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত)
  • মো: হেলাল উদ্দিন
  • ভাদুরিয়াা মডেল স্কুল
  • মোবাইলঃ ০১৭২৮৪৮৪৮৪৩